কাজ নেই- খাদ্য নেই, রাজধানী আগরতলার মোড়ে মোড়ে কর্মহীন শত-শত শ্রমিক

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ মে।। কারফিউ চলাকালেও দু’মুঠো অন্ন জোগাড় করতে জীবনের ঝুঁকি নিয়ে কাজের সন্ধানে এসে কাজ না পেয়ে বিমুখ হয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছে দিনমজুর শ্রমিকরা।করোণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে সবচেয়ে বিপদের সম্মুখীন হয়েছেন দিনমজুররা। কাজের সন্ধানে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা।

কিন্তু কাজ খুঁজে পাচ্ছেন না। স্বাভাবিক কারণেই তাদের উনুনে হাড়ি চাপানো কষ্টকর হয়ে উঠেছে। করোণা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতি দিনের পর দিন জটিল আকার ধারণ করতে থাকায় রাজ্য সরকার বাধ্য হয়ে আগরতলা পুর নিগম এলাকায় গত সতের মে থেকে আগামী ছাব্বিশ মে ভোর পাঁচটা টা পর্যন্ত লাগাতার কারফিউ ঘোষণা করেছে।

শহর এলাকার বেশ কিছু স্থানে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। সরকারি এই সিদ্ধান্তে সবচেয়ে সমস্যায় পড়েছে দিনমজুর খেটে খাওয়া অংশের মানুষের মানুষজন। রাজধানী আগরতলা শহর ও শহরতলি এলাকায় বহু পরিবার রয়েছে যারা দিনমজুরি করে জীবন যাপন করে। লকডাউন ঘোষণার ফলে তাদের কাজের কোন সংস্থান নেই।

রাজধানী আগরতলা শহরের বড়তলা শিব মন্দির, দূর্গা চৌমুহনী, লেইক চৌমুহনী, মঠ চৌমুহনী, চন্দ্রপুর সহ কয়েকটি স্থানে শ্রমিকরা এ কাজের জন্য সমবেত হয়। নির্ধারিত ওইসব স্থান থেকেই শ্রমিকদের কাজের জন্য নিয়ে যাওয়া হয় বিভিন্ন স্থানে। গত কয়েকদিন ধরে লকডাউন চলাকালে শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে ওইসব এলাকায় এসে জড়ো হলেও তাদেরকে কেউ কাজে নিতে আসেন না।

তাতে মারাত্মক সমস্যায় পড়েছে শ্রমিক পরিবারগুলি। কাজের সন্ধানে এসে তারা বিমুখ হয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছে। অসহায় শ্রমিকরা জানায় কাজ না পাওয়ায় তাদের উনুনে হাড়ি চাপানো অসম্ভব হয়ে উঠেছে। তাদের পরিবারে অনাহার-অর্ধাহার নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে সরকারের তরফ থেকে ওইসব শ্রমিক পরিবারগুলোর জন্য আর্থিক সাহায্যের কোনো ব্যবস্থা করা হয়নি। অসহায় শ্রমিক পরিবারগুলি সরকারের কাছে লকডাউন পরিস্থিতিতে আর্থিক সাহায্য করার দাবি জানিয়েছে।

পুরুষ শ্রমিকের পাশাপাশি বহু সংখ্যক মহিলা শ্রমিক ও কাজের সন্ধানে এসে বিমুখ হয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছে। সরকার অবিলম্বে এসব শ্রমিক পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করলে তাদের পরিবারে অনাহার বিপর্যয় ডেকে আনতে পারে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?