স্টাফ রিপোর্টার, আগরতলা/আমবাসা/ শান্তিরবাজার, ২২ মে।। আইপিএফটির ডাকা চব্বিশ ঘন্টার ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকা বনধ শনিবার সকাল থেকে শুরু হয়েছে।আইপিএফটির সভাপতি তথা রাজ্যের রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা এবং বিধায়ক বীরেন্দ্র দেববর্মার উপর সমাজবিরোধীদের হামলার প্রতিবাদে শনিবার সকাল থেকে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকায় বনধ শুরু হয়েছে।
বনধের ফলে জেলা পরিষদ এলাকার বিভিন্ন স্থানে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়েছে, দোকানপাট বন্ধ রয়েছে। বনধকে কেন্দ্র করে কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ নেই। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার মনু বাজার এলাকায় বনধ সর্মথকরা বনধের সমর্থনে পিকেটিং করেন। মূল সড়কে পতাকা লাগিয়ে যান চলাচল বন করে দেন।
বনধ সমর্থকরা জানান সকাল থেকেই বনধে ব্যাপক সাড়া দিচ্ছেন জেলা পরিষদ এলাকার জাতি উপজাতি অংশের মানুষজন। বনধ শান্তিপূর্ণভাবে অতিবাহিত হচ্ছে বলেও তারা দাবি করেছেন। বনধ সমর্থনকারীরা জানান সভাপতি তথা রাজ্যের রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা এবং বিধায়ক বীরেন্দ্র আমার উপর হামলার প্রতিবাদে তারা এই বনধের ডাক দিয়েছেন।রাজ্যের বিভিন্ন স্থান থেকে পাওয়া খবরে জানা গেছে কোন কোন জায়গায় মিশ্র সাড়া মিলেছে।আবার কোথাও কোথাও বনধে সাড়া দেননি সাধারণ মানুষ।
মনপাথর বাজার সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসে আই পি এফ টি সমর্থীত কর্মীরা। আই পি এফ টির নেতৃত্বদের উপর আক্রমনের প্রতিবাদ জানীয়ে আজ সমগ্র রাজ্যে এডিসি এলাকা গুলিতে ২৪ ঘন্টা বন্ধের ডাক দিয়েছে আইপি এফ টির নেতৃত্ববৃন্দরা।
এই বন্ধকে কেন্দ্র করে শনিবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত মনপাথর বাজার সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসে আই পি এফ টির নেতৃত্ব বৃন্দরা। এছারা আজকের এই বন্ধকে কেন্দ্রকরে বীরচন্দ্র নগর , পতিছড়ী ও হঠাৎ বাজারের সমস্ত দোকানপাঠ ছিলো বন্ধ। এই সবকয়টি এলাকার লোকজনেরা আই পি এফ টির ডাকা বন্ধকে সম্পুর্নভাবে সমর্থন করেছেন। আজকের এই পথ অবরোধে নেতৃত্ব দেন আই পি এফ টির অরগাইনেজেশান সেক্রেটারী মানিক রিয়াং, ডিভিশনাল সেক্রেটারী কমল রিয়াং, কেন্দ্রীয় কমিটির সদস্য বীর বাহাদুর রিয়াং সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দরা।
আইপিএফটি সুপ্রিমো তথা রাজ্যের রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার উপর হামলার প্রতিবাদে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদে এলাকায় চব্বিশ ঘন্টার বনধ শান্তিপূর্ণভাবে অতিবাহিত হচ্ছে।
আইপিএফটি দলের সুপ্রীমো মন্ত্রী এনসি দেববর্মার উপর দুষ্কৃতি দলের হামলার প্রতিবাদে শনিবার গোটা এডিসি এলাকায় চলছে চব্বিশ ঘন্টার বনধ। বনধকে কেন্দ্র করে রাইমাভ্যালিতে এখনও পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। সকাল ছয়টা থেকে বনধ শুরু হয়েছে। বনধের সমর্থনে দলীয় কর্মী সমর্থকদের রাস্তায় পিকেটিং করতে দেখা যায়। এদিন বনধের ফলে গোটা গন্ডাছড়া মহকুমা এলাকায় জনজীবন স্তব্ধ হয়ে পড়ে।
রাস্তায় নেই কোন যান চলাচল, বাজারের দোকান পাট, সরকারী প্রতিষ্ঠান গুলো ছিল সম্পূর্ণ বনধ। সব মিলিয়ে গন্ডাছড়া মহকুমা এলাকায় চব্বিশ ঘন্টার বনধ শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত হচ্ছে।অন্যান্য স্থানেও বনধ শান্তিপূর্ণভাবে অতিবাহিত হচ্ছে বলে খবর মিলেছে।