আগামী সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাঁচ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

অনলাইন ডেস্ক, ২২ মে।। আগামী সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাঁচ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এই সফরের কথা জানিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এই সফরের উদ্দেশ্য নিয়ে কিছুই জানায়নি মন্ত্রণালয়। তবে এক সূত্রের খবর, যুক্তরাষ্ট্র থেকে করোনার টিকা সংগ্রহই জয়শঙ্করের প্রধান লক্ষ্য।

শুধু টিকা সংগ্রহ নয়, ভবিষ্যতে ভারতে সেই টিকা প্রস্তুত করা নিয়েও জয়শঙ্কর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরে জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ছাড়াও বাইডেন প্রশাসনের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। কথা হবে কোভিড সহযোগিতা নিয়েও। জয়শঙ্কর এই সফরে দেখা করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গেও।

কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সামাল দিতে প্রয়োজনীয় টিকা পাওয়ার জন্য ভারত বেশ কিছুদিন যেসব দেশের সঙ্গে কথা বলছে যুক্তরাষ্ট্র তাদের অন্যতম। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ঘোষণা করেছে, তারা তাদের মজুত থেকে ৮ কোটি ডোজ সরবরাহ করতে প্রস্তুত। এর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও রয়েছে ফাইজার, মর্ডানা ও জনসন অ্যান্ড জনসনের টিকা।

জয়শঙ্করের এই সফর ফলপ্রসূ হলে বাংলাদেশও উপকৃত হতে পারে। বাংলাদেশকে টিকা দেওয়ার ক্ষেত্রে ভারতের সেরাম ইনস্টিটিউট চুক্তিবদ্ধ। কিন্তু সংক্রমণের দ্বিতীয় ঢেউ ভারতে যে হাহাকার সৃষ্টি করেছে তাতে চুক্তি সত্ত্বেও টিকা সরবরাহ সম্ভব হচ্ছে না। পরিস্থিতি মোকাবিলায় ভারত সব দেশে টিকা রপ্তানি বন্ধ করে দিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?