স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ মে।। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসার পর ত্রিপুরাতেও একাংশের তৃণমূল নেতাকর্মী অত্যুৎসাহী হয়ে সংগঠনের বিস্তৃতি ঘটানোর উদ্যোগ গ্রহণ করেছেন। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ লাল সিংহ সংগঠনকে চাঙ্গা করার লক্ষ্যে কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছেন। আশিষ বাবু অতি উৎসাহী হয়ে নয়জন মুখপাত্র নিযুক্ত করেছেন।
নিযুক্তি পত্র দিয়ে প্রদেশ সভাপতি বলেছেন আগামী দিনে তারাই সংগঠনের গুরু দায়িত্ব পালন করবেন। সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকৃষ্ট হয়েছে তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্বের। এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় এক কেন্দ্রীয় নেতা ডেরেক ও ব্রায়েন স্পষ্ট বার্তা দিয়েছেন ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সভাপতি নেই। দলীয় লেটারহেডে নিযুক্তি পথের যে বিষয়টি সমাজ সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে তা ভিত্তিহীন।
দল এ ধরনের কোনো দায়িত্ব কাউকে দেননি বলেও জানানো হয়। তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এ ধরনের স্পষ্টীকরণ দেওয়ার পর বিষয়টি স্পষ্ট হয়েছে। প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গে পুনরায় তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার পর ত্রিপুরায় একাংশের লোকজন নিজেদেরকে তৃণমূলের নেতৃত্বে আসীন করার লক্ষ্যে এ ধরনের তৎপরতা ও প্রয়াস নিচ্ছে।