স্টাফ রিপোর্টার, কমলাপুর , ২১ মে।। ধলাই জেলার কমলপুর মন্ডলে যুব মোর্চার সভাপতি বদলের সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একাংশ দলীয় কর্মী সমর্থক দল ত্যাগের হুমকি দিয়েছেন। কমলপুর যুব মোর্চার সভাপতি বদলকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দল তুঙ্গে উঠেছে। যুব মোর্চার মন্ডল সভাপতি বদলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে একাংশের নেতা শুক্রবার হালাহালি দলীয় কার্যালয়ে সভায় মিলিত হয়।
সভা শেষে সাংবাদিকদের অবহিত করে তারা জানান চব্বিশ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানানো হয়েছে। সিদ্ধান্ত প্রত্যাহার করে না নিলে দলের বড় একটা অংশ দলত্যাগ করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে কমলপুরে দলীয় আভ্যন্তরীন কোন্দলের পারদ রীতিমতো তুঙ্গে উঠেছে। উল্লেখ্য কমলপুর যুব মোর্চার মন্ডল সভাপতি হিসেবে মৃন্ময় ভট্টাচার্যকে নিযুক্ত করা হয়েছে।
স্থানীয় নেতারা দলীয় সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে নারাজ বলে স্পষ্ট বার্তা দিয়েছেন। দলীয় সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বতন বিজেপি যুব মোর্চার মন্ডল সভাপতিকে বহাল রাখার দাবি জানিয়েছেন তারা। বিক্ষুব্ধরা জানিয়েছেন মৃন্ময় চক্রবর্তীকে নানা অসামাজিক কাজে জড়িত থাকার দায়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
সেই মৃন্ময় ভট্টাচার্যী কে যুব মোর্চার মন্ডল সভাপতি হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না বলে জানান। সে কারণেই এ সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য চব্বিশ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছে বিক্ষুব্ধ গোষ্ঠী। অবিলম্বে নবনিযুক্ত বিজেপি অমরপুর যুব মোর্চার মন্ডল সভাপতি পরিবর্তন করা হলে তারা দলত্যাগ করবে বলে জানিয়েছে।