অনলাইন ডেস্ক, ২২ মে।। রাহুল দ্রাবিড়কে ভারতের কোচ হিসেবে দেখতে মুখিয়ে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় ক্রিকেট নিয়ে কথা বলেন ইনজি। এ সময় ভারতীয় ক্রিকেটকে রীতিমতো প্রশংসায় ভাসান তিনি। সব ঠিক থাকলে সামনে একই সময়ে ভারতের দুটি ভিন্ন দল দুই দেশে আন্তর্জাতিক সিরিজ খেলবে।
ভারতীয় টেস্ট দলকে নিয়ে রবি শাস্ত্রী থাকবেন ইংল্যান্ডে। একই সময়ে শ্রীলঙ্কায় সাদা বলের সিরিজও খেলার কথা ভারতের। সেখানে ভিন্ন আরেকটি দল থাকবে, যার কোচ হিসেবে দেখা যেতে পারে দ্রাবিড়কে। ইনজামাম বলেন, ‘আমি আগেও দ্রাবিড়ের কথা বলেছি। অনূর্ধ্ব-১৯ দল থেকে যে ভাবে ক্রিকেটার তৈরি করে ভারতীয় দলকে এগিয়ে দিয়েছে ও, তা অসাধারণ। এখন শুনছি শ্রীলঙ্কা সফরে কোচ হিসেবে যেতে পারে দ্রাবিড়।
খুব ভালো এবং আকর্ষণীয় ভাবনা।’ একই সময়ে দুই দেশে দুটি আন্তর্জাতিক সিরিজের ভাবনার প্রশংসাও করেন ইনজি। বলেন, ‘বিশ্ব ক্রিকেটকে পাল্টে দিয়েছে ভারত। প্রথম শ্রেণির ক্রিকেটে বদলই মূল কারণ। দুটো সম্পূর্ণ আলাদা দল একই সময় আলাদা দেশে খেলবে। ভারত সাফল্য পেলে দৃষ্টান্ত হয়ে থাকবে এটা।’ যোগ করেন, ‘১৯৯৫ থেকে ২০০৫ বা ২০১০ পর্যন্ত সেরা সময় গেছে অস্ট্রেলিয়ার।
সে সময় অস্ট্রেলিয়া ‘এ’ ও অস্ট্রেলিয়া ‘বি’ নামে দুটি আলাদা দল খেলাতে চেয়েছিল। কিন্তু অনুমতি পায়নি। ভারত সেটাই করছে। করোনা পরিস্থিতিতে যা ভীষণ কার্যকরী। সত্যিই প্রশংসনীয়।’