অনলাইন ডেস্ক, ২২ মে।। ধারে প্রাক্তন ক্লাব গ্রেমিওতে ফিরেছেন জুভেন্টাসের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ডগলাস কস্তা। বিষয়টি নিশ্চিত করেছে সিরি’আ জায়ান্টরা। তুরিনে ছন্দহীনতার কারণে ২০২০/২১ মৌসুম ধারে বায়ার্ন মিউনিখে কাটান ৩০ বছর বয়সী তারকা।
তবে এবার জুভরা তাকে ধারে পাঠাচ্ছে গ্রেমিওতে। ব্রাজিলিয়ান ক্লাবটির যুব দলে খেলে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন কস্তা। কস্তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাগত জানিয়েছে গ্রামীণ। ক্লাবটি নিজদের অফিশিয়াল টুইটার পেজে তার এক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘ঘরে স্বাগতম, ডগলাস কস্তা!’
শাখতার দোনেৎস্ক, জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখের হয়ে প্রায় এক যুগ ইউরোপের ফুটবল খেলে স্বদেশে ফিরলেন ৩০ বছর বয়সী তারকা। এই তিন ক্লাবের হয়ে ঘরোয়া লিগ জিতেছেন তিনি। এ ছাড়া ব্রাজিলের জার্সিতে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ খেলেন কস্তা।