জাতীয় গবেষণা সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এ নিয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে। তারা ফাঙ্গাস নিয়ে কিছু নির্দেশনা ও দিয়েছেন।
ফাঙ্গাসের লক্ষণ:
নাক বন্ধ হয়ে আসা, ন্নাক থেকে চাপা রক্তের মতো বা কালো পুঁজ বেরনো।
চোয়ালে বা উহের এক দিকে ব্যথা, অবশ হয়ে যাওয়া বা ফুলে যাওয়া।
নাকের উপর কালছে দাগ
দাঁতে ব্যথা বা দাঁত আলগা হয়ে আসা
দৃষ্টি ঝাপসা হয়ে আসা বা দুটো করে জিনিস দেখা, জ্বর, ত্বকের সমস্যা।
বুকে ব্যথা, নিঃশ্বাসের সমস্যা বেড়ে যাওয়া।
ফাঙ্গাস হলে যা করবেন:
হাইপারগ্লাইসোমিয়া নিয়ন্ত্রণ করা।
পুঁজ বেরনোর পর রক্রে গ্লুকোজের মাত্রা মাপা। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও তাই।
সঠিক পদ্ধতিতে, সঠিক পরিমাণে এবং ঠিক সময়ে স্টেরয়েড নেওয়া।
অক্সিজেন থেরাপির সময় পরিস্কার, স্টেরালাইজ করা পানি ব্যবহার করা (হিউমিডিফায়ারে)
প্রয়োজনে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি ফাঙ্গাল ওষুধ খাওয়া।
যা করা যাবে নাঃ
লক্ষণগুলো খেয়াল রাখা, অবহেলা না করা।
নাকে কালচে দাগ দেখলেই অতঙ্কিত না হওয়া, বিশেষ করে যে কোভিড রোগীদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম।
ফাঙ্গাসের উপস্থিতি বুঝতে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করতে ভয় না পাওয়া (কেওএইচ স্ট্রেনিং, মাইক্রোস্কোপি কালচার ইত্যাদি)।
চিকিৎসা শুরু করতে দেরি না করা।