অনলাইন ডেস্ক, ২১ মে।। হলিউড তারকা সালমা হায়েক বছর খানেক আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হলেও ‘আগের শক্তি’ ফিরে পাননি বলে জানালেন তিনি।
যুক্তরাষ্ট্রের বিনোদন ভিত্তিক ম্যাগাজিন ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্সিকান-আমেরিকান এই অভিনেত্রী বলেছেন, ‘মৃত্যুর দুয়ার থেকে’ ফিরে এসেছেন তিনি।
সালমা হায়েক বলেন, অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে, চিকিৎসক আমাকে বারবার হাসপাতালে ভর্তি হওয়ার অনুরোধ করেছিলেন।
তবে চিকিৎসকের সেই পরামর্শ কানে তোলেননি ৫৪ বছর বয়সী এই অভিনেত্রী। ডাক্তারকে তিনি বলেছিলেন, ‘তার চেয়ে বাড়িতেই আমার মৃত্যু হোক। ‘
জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর লন্ডনের ম্যানস রোডের বাড়িতে সাত সপ্তাহ আইসোলেশনে ছিলেন সালমা হায়েক। একপর্যায়ে তাকে অক্সিজেনও নিতে হয়।
সেই ধকল পুরোপুরি না কাটলেও গত মাসেই সেটে ফিরে খ্যাতনামা পরিচালক রিডলি স্কটের ‘হাউস অব গুচ্চি’তে অভিনয় শুরু করেছেন এই অভিনেত্রী। আগামী নভেম্বরে থ্যাংকস গিভিং ডে উপলক্ষে মুক্তি পাবে ‘ক্রাইম ড্রামা’ নির্ভর এই সিনেমা।