অনলাইন ডেস্ক, ২২ মে।। ফিলিস্তিনের জেরুজালেমে আল-আকসা মসজিদে সংঘর্ষের ছবি তোলার সময় আন্তর্জাতিক বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস-এএফপির এক ফটো সাংবাদিককে পিটিয়েছে ইসরায়েলি বাহিনী।
শুক্রবার জুমার নামাজের পর মসজিদ কম্পাউন্ডে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার সময় এ ঘটনা ঘটে। আলজাজিরা বলেছে, বিষয়টি জানালেও এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি এএফপি।
এর আগে গাজায় ১১ দিনের সামরিক আগ্রাসনের সময় অ্যাসোসিয়েট প্রেস-এপি এবং আল-জাজিরার ব্যুরো অফিস ভবন গুঁড়িয়ে দেয় মধ্যপ্রাচ্যের কথিত একমাত্র গণতান্ত্রিক দেশ ইসরায়েল।
ইসরায়েলের এমন কাণ্ডের পর বিশ্বে সমালোচনার ঝড় উঠে। এই হামলাকে যুদ্ধাপরাধের শামিল আখ্যায়িত করে ঘটনার তদন্তেরও দাবি ওঠে।
যুদ্ধবিরতি ঘোষণার আগে গাজায় ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলাবর্ষণে ২৪৮ ফিলিস্তিনির মৃত্যু হয়। নিহতদের ৬৬ জনই শিশু। হামলার সময় গুঁড়িয়ে দেওয়া হয় অনেক বহুতল ভবন।
এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতি টিকবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি।
তিনি বলেন, ‘একেবারে কোনো নিশ্চয়তা নেই। কোনো ধরনের নিশ্চয়তা নেই। কারণ, ইসরায়েল দাবি করেছে এটা একতরফা যুদ্ধবিরতি। তারা নিজেই এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে। ’