সালমনেলা ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাবের কারণে জীবিত পোলট্রি মুরগি থেকে দূরে থাকার পরামর্শ

অনলাইন ডেস্ক, ২২ মে।। সালমনেলা ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাবের কারণে জীবিত পোলট্রি মুরগি থেকে মার্কিন নাগরিকদের দূরে থাকার পরামর্শ দিয়েছে দেশটির ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি।) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ৪৩টি অঙ্গরাজ্যের ১৬৩ জন মানুষ সংক্রমিত হওয়ার পর স্বাস্থ্য কর্মকর্তারা তদন্তে নেমেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িতে পোষা পোলট্রি থেকে এই সংক্রমণ শুরু হয়েছে। সিডিসি সবাইকে সতর্ক করে বলেছে, ‘এখন পোলট্রি মুরগি জড়িয়ে ধরবেন না, চুমু খাবেন না। মুখে জীবাণু প্রবেশের মাধ্যমে আপনি অসুস্থ হতে পারেন।’ বিবৃতিতে বলা হয়েছে, হাঁস-মুরগিকে সুস্থ-সবল মনে হলেও শরীরে সালমনেলা ব্যাকটেরিয়া থাকতে পারে। এর সংক্রমণ থেকে জ্বর, ডায়রিয়া, বমি, পেটব্যথা হতে পারে।

অধিকাংশ মানুষ চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে যান। তবে মারাত্মক কিছু ক্ষেত্রে মৃত্যু হতে পারে। সিডিসির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক প্রাদুর্ভাবে অসুস্থ হওয়াদের মধ্যে এক-তৃতীয়াংশ শিশু, যাদের বয়স পাঁচ বছরের কম। ৩৪ জনকে হাসপাতালে নিতে হয়েছে।

তবে কারো মৃত্যু হয়নি। পোলট্রি ধরলে ভালোভাবে হাত ধোয়ার পরামর্শ দেয়া হয়েছে। শিশুদের দূরে রাখতে বলা হয়েছে। এই ব্যাকটেরিয়ার কারণে ‍যুক্তরাষ্ট্রে প্রতি বছর ১০ লাখের বেশি মানুষ অসুস্থ হন। গড়ে মারা যান ৪২০ জন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?