অনলাইন ডেস্ক, ২২ মে।। ভারতে নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ২৯৯ মানুষ। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যাও কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৪ হাজার ১৯৪ জন। এর আগের ২৪ ঘণ্টায় ভারতে ২ লাখ ৫৯ হাজার ৫৫১ জনের করোনা শনাক্ত হয়েছিল। একই সময়ে করোনায় ৪ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টার শনাক্ত নিয়ে ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা হলো ২ কোটি ৬২ লাখ। দেশটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৫২৫ জন। একদিনে ২০ লাখ ৬৬ হাজার ২৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিকে বেড়েছে সুস্থতার সংখ্যাও। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ৬৩০ জন। এই মুহূর্তে ভারতে মোট করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ২৯ লাখ ২৩ হাজার ৪০০। গত চার দিন ধরে ভারতে তিন লাখের নিচে করোনা শনাক্ত হচ্ছে।
৭ মে ভারতে প্রথম একদিনে করোনায় চার হাজারের বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটে। এরপর তিন হাজারে নেমে আসলেও গতকাল বৃহস্পতিবার আবারও চার হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দেশটিতে।এখন পর্যন্ত ভারতে ১৯ কোটি ৩৩ লক্ষেরও বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন।