এশীয়দের ওপর বিদ্বেষমূলক হামলা বন্ধের আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

অনলাইন ডেস্ক, ২১ মে।। এশীয়দের ওপর বিদ্বেষমূলক হামলা বন্ধের আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বৃহস্পতিবার এ বিষয়ে তার কর্মকর্তাদের বলেছেন, ‘মার্কিন নাগরিক হিসেবে আমাদের এক হতে কিছু মূল্যবোধ এবং বিশ্বাসের গুরুত্ব আছে। তার একটি হচ্ছে একসঙ্গে বর্ণবাদের বিরোধিতা করা।’

আল-জাজিরা জানিয়েছে, নতুন আইনের কারণে জাস্টিস ডিপার্টমেন্টকে আরও দ্রুত গতিতে ‘এন্টি-এশিয়ান হেট ক্রাইম’ আইনের নতুন কর্মপন্থা তৈরি করতে হবে। আইনিটির কারণে ভুক্তভোগীরা সব ধরনের বিদ্বেষমূলক ঘটনার বিষয়ে স্থানীয় এবং রাজ্য পর্যায়ে সহজে অভিযোগ জানাতে পারবেন। আইনটি সিনেটে ৯৪-১ এবং প্রতিনিধি কক্ষে ৩৬৪-৬২ ভোটে পাস হয়।

বর্ণবাদ এবং বিদ্বেষী আচরণ নিয়ে বাইডেন বরাবরই সোচ্চার। যুক্তরাষ্ট্রে এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক হামলা বন্ধের আহ্বান জানিয়ে গত মার্চে তিনি বলেন, ‘এমন কিছু মূল্যবোধ ও বিশ্বাস রয়েছে যার ভিত্তিতে আমেরিকান হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। এগুলোর মধ্যে একটি হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকা। আরেকটি হচ্ছে, বিদ্বেষ ও বর্ণবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা।’

সিএনএনের প্রতিবেদনে সম্প্রতি বলা হয়, করোনা মহামারীর সময়ে যুক্তরাষ্ট্রে এশীয়দের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষমূলক অপরাধ প্রায় দেড় শ শতাংশ বেড়েছে। ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে বসবাসরত এশীয় মার্কিনিদের প্রতিনিয়ত তাড়া করে ফেরে বর্ণবিদ্বেষের মতো ভীতিকর এক অবস্থা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?