হাওয়াইবাড়িতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতরভাবে আহত

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২১ মে।। আসাম আগরতলা জাতীয় সড়কে তেলিয়ামুড়া থানা এলাকার হাওয়াই বাড়িতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতরভাবে আহত হয়েছে। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ি থাংলাই বাজার এলাকায়।

জাতীয় সড়কে হয় এই দুর্ঘটনা। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বিকাল প্রায় ৪ টা ৩০ মিনিট নাগাদ প্রহ্লাদ পৌদ্দার (৩২) বন্ধন ব্যাংকের কর্মী TR01 AP8248 নাম্বারের বাইক নিয়ে আগরতলার দিকে যাচ্ছিল।

অপর দিকে হওয়াই বাড়ি এলাকার বিমল রুপিনি (৩৫) TR01 C7835 নাম্বারের বাইক নিয়ে তেলিয়ামুড়ার উদ্যেশ্যে যাচ্ছিল। হাওয়াইবাড়ি এলাকায় আসতেই দুটিি বাইক এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে অভয় বাইকের চালক আহত হয়।আহত দুই যুবকের চিকিৎসা চলছে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?