অনলাইন ডেস্ক, ২১ মে।। এ বছরের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু হবে ২৮ আগস্ট থেকে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর। টুর্নামেন্ট কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। গত বছর সিপিএলের সব ম্যাচই ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে আয়োজন করা হয়েছিল।
প্রায় ৫০০ মিলিয়ন দর্শক ২০২০ সালের টুর্নামেন্ট দেখেছিল। এ বার সেন্ট কিটস ও নেভিসের ওয়ার্নার পার্কেই সিপিএলের ৩৩টি ম্যাচ হবে। সিপিএলের সিওও পেটে রাসেল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এবং সেন্ট কিটস ও নেভিসের সরকারকে কৃতজ্ঞতা স্বীকার করে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, ‘২০২১ টুর্নামেন্টের সূচি নিশ্চিত হওয়ার পর খুবই উত্তেজিত। এই বছরের টুর্নামেন্টের আয়োজন করতে রাজি হওয়ার জন্য আমি সেন্ট কিটস ও নেভিস সরকারকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি ব্যস্ত সূচির মাঝেও এই টুর্নামেন্টের জন্য সময় বের করতে সাহায্য করায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকেও ধন্যবাদ জানাব। আমরা সাফল্যের সঙ্গে সিপিএল ২০২১ করার বিষয়ে আশাবাদী।’