অনলাইন ডেস্ক, ২১ মে।। জুলাইয়ে শ্রীলঙ্কা সফর করবে ভারতীয় ক্রিকেট দল। যে দলের কোচের দায়িত্ব পালন করবেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। বিসিসিআই সূত্রের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে তিনটি একদিনের ম্যাচের সিরিজ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা ভারতের।
সেই সময় বিরাট কোহলিসহ অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী, ভরত অরুণ ও বিক্রম রাঠোর থাকবেন ইংল্যান্ডে। তাই তাদের অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরে ভারতীয় অন্য দলটির কোচিংয়ের দায়িত্ব তুলে দেওয়া হবে রাহুল দ্রাবিড়ের কাঁধে। দ্রাবিড় এখন ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধানের দায়িত্বে রয়েছেন। ভারত ‘এ’ দল ও ভারত অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্বও সামলেছেন তিনি।
তার অধীনে ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে ভারত। এই সফরে রাহুল দ্রাবিড়ের সঙ্গে যেতে পারেন তার জাতীয় ক্রিকেট একাডেমির সহকর্মী ও সাপোর্ট স্টাফরাও। শ্রীলঙ্কা সফরে ভারতের অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া, শিখর ধাওয়ান ও শ্রেয়াস আয়ার।