এখন পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ৩৪ লাখ ৪৪ হাজার ৯০১ জন, আক্রান্ত ১৬ কোটি ৫৮ লাখের বেশী

অনলাইন ডেস্ক, ২১ মে।। করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে, সাম্প্রতিক ঢেউয়ে নাকাল অবস্থা অনেক দেশের। ইতিমধ্যে মারা গেছে প্রায় সাড়ে ৩৪ লাখের মতো মানুষ। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জানায়, এখন পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৬৫৫ জন।

মারা গেছেন ৩৪ লাখ ৪৪ হাজার ৯০১ জন। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার ১৮১ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২ হাজার ৬১৬ জনের। এরপর তালিকায় থাকা ভারতে এখন পর্যন্ত দুই কোটি ৬০ লাখ ৩১ হাজার ৯৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

মৃত্যু হয়েছে দুই লাখ ৯১ হাজার ৩৬৫ জনের। তৃতীয় স্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে মোট শনাক্ত হয়েছেন এক কোটি ৫৮ লাখ ৯৮ হাজার ৫৫৮ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৪৪ হাজার ৩৯১ জনের। তালিকার পরবর্তী অবস্থানে থাকা দেশগুলো হলো— ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি ও স্পেন। করোনা সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

দেশে এখন পর্যন্ত সাত লাখ ৮৫ হাজার ১৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১২ হাজার ২৮৪ জনের। সেরে উঠেছেন সাত লাখ ২৭ হাজার ৫১০ জন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?