অনলাইন ডেস্ক, ২১ মে।। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইংলিশ ফুটবল ক্লাব টটেনহামের এক খেলোয়াড়ের সঙ্গে বর্ণবাদী আচরণ করায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের তদন্তের অধীনে আনা হয়েছে।
বর্ণবাদের শিকার হওয়া ওই স্পার্স তারকার নাম প্রকাশ করা হয়নি। ‘বর্ণবাদী শব্দ বা বর্ণবাদী আচরণ বা বর্ণ বিদ্বেষ জাগ্রত করার অভিপ্রায়ে লেখার’ সন্দেহের জেরে এই ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই বর্ণবাদী অপরাধের বিরুদ্ধে পদক্ষেপকে স্বাগত জানিয়েছে টটেনহাম।
তারা এক বিবৃতিতে জানায়, ‘আমাদের খেলা বা সমাজের কোথাও বর্ণবাদের ঠাঁই নেই।’গত ১১ এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-১ ব্যবধানে হারের পর এই বর্ণবাদী আচরণের শিকার হন ওই স্পার্স তারকা।