অনলাইন ডেস্ক, ২১ মে।। আন্তর্জাতিক এবং প্রাদেশিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের অন্যতম পেসার বয়েড র্যানকিন। তিনি ইংল্যান্ডের জার্সিতেও খেলেছেন। ১৮ বছরের ক্যারিয়ারে দুই দেশের হয়ে খেলা র্যানকিন ৩টি টেস্ট, ৭৫টি ওয়ানডে এবং ৫০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে বেশ কয়েকটি মাইলফলকও গড়েন তিনি। আইরিশদের হয়ে টেস্টে প্রথম উইকেটটি নেন ৩৬ বছর বয়সী এই পেসার।
২০১৮ সালে মালাহাইডে আয়ারল্যান্ডের অভিষেক টেস্টে পাকিস্তানি ব্যাটসম্যান আজহার আলীকে আউট করে ইতিহাসে নাম লেখান তিনি। ইংল্যান্ডের হয়েও একটি টেস্ট খেলেছেন র্যানকিন। ২০১৩-১৪ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয় তার। ২০০৩ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় র্যানকিনের।
আয়ারল্যান্ডের হয়ে দুই মেয়াদে (২০০৭-১২ ও ২০১৬-২০) খেলেছেন তিনি। এ ছাড়া ইংল্যান্ডের হয়ে ২০১৩-১৪ পর্যন্ত খেলেছেন এই পেসার। ১৮ বছরের ক্যারিয়ারে তিন ফরম্যাটে ১৬৯টি আন্তর্জাতিক উইকেট আছে তার। র্যানকিন অবসর নেওয়ার প্রসঙ্গে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের নেওয়া সব সময় শক্ত বিষয়। তবে সরে দাঁড়ানোর এটিই আমার সঠিক সময়। ২০০৩ সাল থেকে হৃদয় ও আত্মায় পেশাদারিত্বের সঙ্গে আমি ক্রিকেট খেলছি এবং আমি প্রতিটি মিনিট ক্রিকেট খেলতে ভালোবেসেছি।’