অনলাইন ডেস্ক, ২১ মে।। ইকার ক্যাসিয়াস ও সারা কারবোনেরোর বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে কিছু দিন আগেই। তবে দুজনের মধ্যে এখনো বেশ ভালো সম্পর্ক বিদ্যমান। বৃহস্পতিবার যেমন ক্যাসিয়াস ৪০ পূর্ণ করলেন। স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি কারবোনেরো। সাবেক স্ত্রীর সেই শুভেচ্ছা বার্তা নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন ক্যাসিয়াস।
ক্যাসিয়াস-কারবোনেরো ছিলেন বিশ্ব ক্রীড়াঙ্গনেই অন্যতম সাড়া জাগানো জুটি। ক্রীড়া সাংবাদিক কারবোনেরোর সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্যাসিয়াসের। পরে ২০১৬ সালে তারা বিয়ে করেন। স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ের পর এই যুগলের একটি বিশেষ মুহূর্ত নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়। ট্রফি জয়ের পর একটি রেডিওকে সাক্ষাৎকার দিচ্ছিলেন স্পেন অধিনায়ক ক্যাসিয়াস।
এক পর্যায়ে সাক্ষাৎকার গ্রহীতা নারী সাংবাদিকের ঠোঁটে চুমু এঁকে দেন রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক। নারী সাংবাদিকটি আর কেউ নন- সারা কারবোনেরো। ক্রীড়াঙ্গনের বিখ্যাত এই জুটিরই অবশ্য বিচ্ছেদ হয়ে গেছে। তবে ভক্তদের নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দুজনই বলেছিলেন, আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধা, স্নেহ এবং বন্ধুত্ব সব সময় থাকবে।
সত্যিই যে সেটা বিদ্যমান, তার প্রমাণ মিলল কারবোনেরোর এই শুভেচ্ছা বার্তায়। ক্যাসিয়াসকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন সংগীতশিল্পী এবং সুরকার ক্রাভিটস লেনিও। যা ইন্সটাগ্রাম স্টোরিতে দিয়েছেন রিয়াল কিংবদন্তি।