২৩ ঘন্টা অতিক্রম হয়ে যাওয়ার পরও কৈলাসহর থানার পুলিশ আক্রমণকারীদের গ্রেফতার করে নি। এরই প্রতিবাদে এবং অবিলম্বে আসামিদের গ্রেফতারের দাবীতে ডিওয়াইএফআই কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল কৈলাসহর থানার ওসি-এর নিকট ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন মহকুমা কমিটির সম্পাদক বিশু দাস, সভাপতি সুরমান আলী, যুব নেতা পলাশ দে, রবীন দত্ত চৌধুরী, ধিরাজ সিনহা সহ অন্যান্যরা।
ডেপুটেশন শেষে বিশু দাস বলেন , অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করা হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে বিরোধীদলের রাজনৈতিক অধিকার হরণ করার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করা হয়েছে।