যুবকর্মীকে মারধর, কৈলাসহর থানায় ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান ডিওয়াইএফআই’র

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২১ মে।। কৈলাশহর এর সিংগিরবিলে বাম যুব কর্মীকে মারধর করার প্রতিবাদ জানিয়ে শুক্রবার কৈলাশহর থানায় ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে ডিওয়াইএফআই। বৃহস্পতিবার কৈলাসহরের ফুলতলী গ্রামের উপ প্রধান মৃদুল সিনহার নেতৃত্বে বিজেপি দলের কর্মীরা ডিওয়াইএফআই কর্মী প্রসন্ন দাসকে বেধড়ক মারধর করার পর চব্বিশ ঘণ্টা সময় অতিক্রান্ত হয়েে গেছে।

২৩ ঘন্টা অতিক্রম হয়ে যাওয়ার পরও কৈলাসহর থানার পুলিশ আক্রমণকারীদের গ্রেফতার করে নি। এরই প্রতিবাদে এবং অবিলম্বে আসামিদের গ্রেফতারের দাবীতে ডিওয়াইএফআই কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল কৈলাসহর থানার ওসি-এর নিকট ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন মহকুমা কমিটির সম্পাদক বিশু দাস, সভাপতি সুরমান আলী, যুব নেতা পলাশ দে, রবীন দত্ত চৌধুরী, ধিরাজ সিনহা সহ অন্যান্যরা।

ডেপুটেশন শেষে বিশু দাস বলেন , অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করা হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে বিরোধীদলের রাজনৈতিক অধিকার হরণ করার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?