স্টাফ রিপোর্টার আগরতলা, ২১ মে।। পূর্বঘোষিত সূচি অনুযায়ী শুক্রবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক ও সংবাদকর্মীদের করোনার টিকা দেওয়া হয়। সকাল দশটা থেকে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
দুপুর আড়াইটা নাগাদ প্রায় পাঁচশতাধিক টিকা দেওয়া হয়। দুপুরে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ আগরতলা প্রেসক্লাবে আসেন এবং টিকাকরন প্রক্রিয়া খতিয়ে দেখেন।
টিকাকরণ কর্মসূচিতে তথ্য সংস্কৃতি দপ্তর এর অধিকর্তা রতন বিশ্বাস, প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার উপস্থিত ছিলেন। এই নিয়ে তিনবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক ও সংবাদকর্মীদের টিককরণ করা হয়।