মেয়াদ শেষ, ২০ হাজার আস্ট্রাজেনেকার করোনা টিকা পুড়িয়ে ফেলল আফ্রিকার দেশ মালাউয়ি

অনলাইন ডেস্ক, ২১ মে।। ২০ হাজার আস্ট্রাজেনেকার করোনা টিকা পুড়িয়ে ফেললো আফ্রিকার দেশ মালাউয়ি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, টিকাগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আফ্রিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে ধ্বংস না করার আহ্বান জানানো হয়েছিল৷

দেশটির স্বাস্থ্যমন্ত্রী খুমবিযে কানদোদো চিপোনদা বলেন, ‘‘টিকাগুলো আমাদের ধ্বংস করতে হচ্ছে, কারণ, মালাউয়িতে মেয়াদোত্তীর্ণ কোনো ওষুধ ব্যবহারের সুযোগ নেই৷” “আমাদের দেশের ইমিউনাইজেশন কর্মসূচিতে কখনোই মেয়াদোত্তীর্ণ টিকা ব্যবহার করা হয়নি”, বলেন তিনি৷ তার মতে, ‘‘টিকাগুলো পুড়িয়ে ফেলার ফলে মানুষের মধ্যে টিকা বিষয়ে যে নেতিবাচক মনোভাব ছিল, তা দূর হবে।

আমরা জনসমক্ষে টিকাগুলো পুড়িয়েছি। তার কারণ হলো, আমার এ বিষয়ে জনগণের কাছে স্বচ্ছ থাকতে চাই। সরকারের পক্ষ থেকে আমি নিশ্চিত করছি যে, দেশের জনগণকে কোনো মেয়াদোত্তীর্ণ টিকা দেওয়া হবে না।” টিকাগুলো গত ২৬ মার্চ আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকে মালাউয়িকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

আর মেয়াদ শেষ হয়ে যায় ১৩ এপ্রিল।” দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এপি’কে জানান, টিকাগুলো ধ্বংস না করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান তাদের কাছে অনেক দেরিতে এসেছিল। দুই কোটি মানুষের দেশ মালউয়িতে করোনাভাইরাসের যথেষ্ট টিকা মজুত আছে বলে দাবি করেছে সরকার। দেশটিতে এখন পর্যন্ত দুই লাখ ১২ হাজার ৬১৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। মালাউয়িতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৪ হাজারের বেশি। আর মারা গেছে সাড়ে ১১শ মানুষ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?