অনলাইন ডেস্ক, ২০ মে।। দুবাইয়ের একটি ডেভেলপার কোম্পানি তাদের বাসিন্দাদের বিরল বন্যপ্রাণী বাড়িতে না পোষার আহ্বান জানিয়েছে। কোম্পানিটি এ সংক্রান্ত একটি আইনের কথা স্মরণ করিয়ে বলেছে, হিংস্র বন্যপ্রাণী ঘরে পালন করলে জেল-জরিমানা হবে।
সম্প্রতি মিডো এলাকায় একটি পোষা কালো চিতাবাঘ পালিয়ে যাওয়ার পর বাসিন্দাদের একথা মনে করিয়ে দেয় ইমার নামের ওই কোম্পানি। দুবাইয়ে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে বড় একটি চিতা বাগানের পেছন দিক থেকে বেরিয়ে যাচ্ছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ জন্য ড্রোনও ব্যবহার করা হয়।
ইমার তাদের বিবৃতিতে বলেছে, ‘এই ধরনের প্রাণী বাড়িতে পোষা অবৈধ। ধরা পড়লে ৬ মাসের জেলের পাশাপাশি ৫ লাখ দিরহাম জরিমানা হতে পারে।’ ২০১৭ সালে আরব আমিরাতে এই আইন চালু হয়। আইনে বলা আছে, যেসব প্রাণীর চিড়িয়াখানায় থাকার কথা, তাদের বাড়িতে রাখা যাবে না।