স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ২০ মে।। মহকুমার অন্তর্গত কাঞ্চন নগর মনসা বাড়ীতে গতকাল রাত্রে চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল। করোনা মহামারি থেকে লোকজনদের রক্ষনার্থে রাজ্য সরকারের উদ্দ্যোগে সমগ্র রাজ্যে নাইট কারফিউর ঘোষনা করা হয়েছে। যার ফলে সন্ধ্যা ৬ টা বাজার সঙ্গে সঙ্গে লোকজনকে নিজেদের ঘরে চলে যেতে হচ্ছে। এই সুযোগ বুঝে নিশিকুটম্বের দল হানা দিলো কাঞ্চননগর মনসা বাড়ীতে।
এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় নিশিকুটম্বের দল মায়ের গয়না থেকে শুরু করে প্রনামী বাক্সের টাকা চুরি করে নিয়েযায়। উনারা জানান মায়ের গয়নার বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকার উপরে হবে। অপরদিকে উনারা জানান বিগত বছরে প্রনামী বাক্সে ২২ হাজার টাকা পেয়েছে। এইবছর এই অর্থরাশী ২২ হাজার থেকে বেশী হবে বলে অনুমান করা হচ্ছে। যা চুরি করে নিয়ে যায় চোরের দল। এলাকাবাসী জানান গত বছর করোনা মহামারির ফলে বড় আকারে মেলার আয়োজন করা সম্ভব হয়নি।
উনারা আশা করেছেন এইবছর শ্রাবণ মাসে মায়ের মন্দির প্রাঙ্গনে পুনরায় বড় আকারে মেলার আয়োজন করা হবে। প্রনামির টাকা দিয়ে মায়ের পূজা থেকে শুরু করে মেলার জন্য কিছু খরচ করা হয়। কিন্তু চুরির ফলে এইবছর তা করা সম্ভব হবেনা। উনারা জানান বিগত ২৫ বছর আগে এই মনসা বাড়ীতে চুরি হয়েছিলো ।
বর্তমানে নতুন করে মায়ের মন্দির নির্মানের পর প্রথমবারের মতো চুরি সংগঠিত করলো চোরের দল। এই চুরি কান্ড নিয়ে শান্তিরবাজার থানার ভূমিকায় প্রশ্ন জাগছে এলাকাবাসীর মনে। পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ এলাকাবাসীর। এখন দেখার বিষয় এই নিশিকুটম্বের দলকে আটক করতে পুলিশ কতটুকু সক্ষম হয়।