অনলাইন ডেস্ক, ২০ মে।। ফিলিস্তিনে চলমান ইসরায়েলের সহিংসতার বিরুদ্ধে ক্ষুব্ধ বিশ্ববাসী। বিশ্ব ক্রীড়া ব্যক্তিত্বরাও খেলার মাঠে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাচ্ছেন।
লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ, লেস্টার সিটির ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরি, ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবার মতো আরও অনেক নামী ফুটবলার মাঠে পতাকা উড়িয়ে ফিলিস্তিনের সমর্থন জানিয়েছেন। এবার ফিলিস্তিনের পতাকা ওড়ালেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফিলিস্তিনের পতাকা হাতে দুটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ফিলিস্তিনের শিশুরা, এই বার্তাটি তোমাদের জন্য। আমরা এখানে তোমাদের থেকে অনেক দূরে, তবে আমাদের হৃৎস্পন্দন তোমাদের সঙ্গেই চলছে।
আমাদের বাবা এবং তাদের বাবদেরও হৃৎস্পন্দন চলতো তোমাদের পূর্বপুরুষের সঙ্গে। সকল দুঃখ, ভয়, উদ্বেগের গ্রন্থি সাময়িক। শোকের পর স্থায়ী নয়। ’
ক্রিকেটারদের মধ্যে আফ্রিদি ছাড়াও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছেন রশিদ খান, হাশিম আমলা, কাগিসো রাবাদা, মুশফিকুর রহীম, রুবেল হোসেনসহ অনেকে।