স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ মে।। রাজ্যে শুরু হলো নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন প্রদান৷ এই ভ্যাকসিন বুধবার থেকে আইজিএম হাসপাতালে প্রদান করা শুরু হয়েছে৷ শিশুদের ছয় সপ্তাহের সময় প্রথম ডোজ, চৌদ্দ মাসের সময় দ্বিতীয় ডোজ এবং তৃতীয় ডোজ নয় মাসের সময় দেওয়া হবে৷
এতে শিশু মৃত্যুর হার অনেকটা কমবে বলে আশা ব্যক্ত করেন আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডা. দিলীপ দাস৷ তিনি বলেন, শিশু মৃত্যুর হার কমাতে দেশের পাঁচটি রাজ্যে প্রথম এই ভ্যাকসিন দেওয়া হয়েছে৷
কারণ নিউমোনিয়া এবং ডায়ারয়া রোগে আক্রান্ত হয়ে দেড় কোটির অধিক শিশু মৃত্যু হয় দেশে৷ তাই এ রোগ নিরাময়ের জন্য কেন্দ্রীয় সরকার বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান তিনি৷ পাশাপাশি এদিন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডা. দাস চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের সাথে কথা বলেন৷
যত্নের সাথে যতে শিশুদের ভ্যাকসিন প্রদান করা হয় সে বিষয়ে তিনি পরমর্শ দেন চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের৷ এদিকে, আজ থেকে গোমতী জেলায়ও পিসিভি বা নিউমোকক্কল কনজুগেট টিকার সূচনা হল৷ শিশুদের জন্য তিনটি ডোজের এই টিকা দেওয়া হচ্ছে৷
টিকা সম্পর্কে গোমতী জেলা হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. অভিজিৎ বলেন, কোভিড সংক্রমণে সরাসরি উপকৃত না হলেও এই টিকার ফলে সেকেন্ডারী ইনফেকশান থেকে শিশুকে রক্ষা করতে সাহায্য করতে পারে৷