অনলাইন ডেস্ক, ২০ মে।। বার্নলির বিপক্ষে ম্যাচটা যেন অলিখিত ‘সেমিফাইনাল’ হয়ে দাঁড়িয়েছিল লিভারপুলের জন্য। সেই বাধা তারা পার হয়েছে ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে।
এবার ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ‘অলিখিত ফাইনাল’ খেলতে নামবে অলরেডরা। আর সেই ম্যাচ জিতলে সেরা চারে থেকে লিগ শেষ করতে পারবে ইয়ুর্গেন ক্লপের দল।
সেই সঙ্গে তাদের চ্যাম্পিয়নস লিগের খেলাও নিশ্চিত হবে। আপাতত বার্নলিকে উড়িয়ে লেস্টার সিটিকে টপকে চারে জায়গা করে নিয়েছে লিভারপুল।
৩৭ ম্যাচে ক্লপের দলের পয়েন্ট ৬৬। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পাঁচে নেমে গেছে লেস্টার। ব্রেন্ডন রজার্সের দল লিগে শেষ ম্যাচ খেলবে টটেনহামের বিপক্ষে। স্পার্সদের বিপক্ষে সেই ম্যাচে জিততে হবে তাদের।
লিভারপুল ও লেস্টার নিজেদের
ম্যাচে জিতলে গোলের হিসেবে এগিয়ে থাকা দল জায়গা করে নেবে সেরা চারে। এ ছাড়া তিনে থাকা চেলসির পয়েন্ট ৩৭ ম্যাচে ৬৭। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে জিততে হবে তাদেরও।
বার্নলির বিপক্ষে শুরু থেকে গোলের জন্য মরিয়া লিভারপুল এগিয়ে যায় ৪৩তম মিনিটে। অ্যান্ড্রু রবার্টসনের পাসে জাল খুঁজে নেন রবার্তো ফিরমিনো।
বিরতি থেকে ফিরে ৫২তম মিনিটে সাদিও মানের পাসে অলরেডদের ব্যবধান দ্বিগুণ করেন নাথানিয়েল ফিলিপস। ৮৮তম মিনিটে ফের রবার্টসনের পাসে বার্নলির জালে শেষ বলটি জড়িয়ে দেন অ্যালেক্স অক্সালেড-চেম্বারলেইন।
এই জয়টা লিভারপুলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল তা ম্যাচ শেষ জানিয়েছেন ক্লপ। স্কাই স্পোর্টসকে অ্যানফিল্ডের কোচ বলেন, ‘আজ সেমিফাইনাল ছিল। আমাদের সেমিফাইনাল জিততে হতো এবং আমরা জিতেছি। ’
লিগের শেষ ম্যাচে লিভারপুল ক্রিস্টাল প্যালেসকে ১০ হাজার সমর্থকদের সামনে আতিথেয়তা দেবে নিজেদের মাঠ অ্যানফিল্ডে।