স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ মে।। রাজ্যের শাসক জোট শরিক আইপিএফটি আগামী শনিবার ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকায় চব্বিশ ঘন্টার বন্ধের ডাক দিয়েছে।রাজ্যের ক্ষমতাসীন জোট শরীক আইপিএফটি আগামী২২ শে মে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় চব্বিশ ঘন্টা বন্ধের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য রাজ্যের উপজাতির কল্যাণ মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার ওপর হামলা সহ অন্যান্য কিছু দাবির পরিপ্রেক্ষিতে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে। আইপিএফটির সাধারণ সম্পাদক মেবার কুমাার জামতিয়া সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানান তারা আইপিএফটি সভাপতি এনসি দেববর্মার বাসভবনে একটি বৈঠক করেছেন এবং ত্রিপুরার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
আইপিএফটি নেতাদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ উদ্বেগ প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। দলীয় সভাপতির ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। আইপিএফটি নেতৃবৃন্দ এসব বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে কথা বলেছেন। এসব হিংসাত্বক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।