অনলাইন ডেস্ক, ২০ মে।। কোপা লিবার্তোদোরেস ইতিহাসে এক অদ্ভুত ম্যাচ হয়ে গেল। করোনা আক্রান্ত হওয়ায় রিভার প্লেটের ২০ ফুটবলার ছিটকে গিয়েছিলেন। তার মধ্যে ছিলেন নিবন্ধিত ৪ গোলরক্ষক।
যার কারণে কলম্বিয়ান ক্লাব ইন্দিপেন্দেন্তে সান্তে ফে’র বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার ক্লাবটি নিজেদের গোলপোস্ট পাহারা দেওয়ার জন্য কনমেবলকে অনুরোধ করেছিল, তাদের বি-দলের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক অ্যালান দিওনার্দো দিয়াজকে দলে নেওয়ার। কিন্তু তাতে রাজি হয়নি প্রতিযোগিতার গভর্নিং বডি।
তবে রিভার প্লেটের এই দুঃসময়ে এগিয়ে এলেন মিডফিল্ডার এনজো পেরেজ। মাঠে বল বানিয়ে দেওয়া যার কাজ, সেই ৩৫ বছর বয়সী তারকা গ্লাভস হাতে দাঁড়ালেন গোলপোস্টের নিচে।
‘গোলরক্ষক’ হিসেবে অভিষেকেই দুর্দান্ত ভ্যালেন্সিয়ার সাবেক এই মিডফিল্ডার। তার দল রিভার প্লেটও জিতেছে ২-১ ব্যবধানে।
কোচ মার্সেলো গালার্দোর দল ম্যাচের শুরুতেই দুই গোল দিয়ে দেয়। তৃতীয় মিনিটে ফাব্রিজিও অ্যাঙ্গিলেরির গোলের পর ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ।
এরপর রক্ষণভাগ সামলাতে থাকে রিভার প্লেট। ৭৩তম মিনিটে ইন্দিপেন্দেন্তের হয়ে একটি গোল শোধ করেন কেলভিন ওসোরিও। গ্লাভস হাতে দুর্দান্ত কয়েকটি সেভও করেছেন পেরেজ।