স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ মে।। আইন শৃঙ্খলা এবং শান্তি ও সুস্থিতি রক্ষায় দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়া ও সাব্রুম মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৫০০ মিটার এলাকা পর্যন্ত সাধারণ মানুষের চলাফেরা এবং যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. শৈলেশ কুমার যাদব এক আদেশে সি আর পি সি’র ১৪৪ ধারায় প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত এই বিধিনিষেধ আরোপ করেছেন।
এই আদেশ আজ থেকে কার্যকর হয়েছে এবং আগামী ১৮ জুলাই, ২০২১ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।জেলাশাসক এই আদেশে জানিয়েছেন, উল্লিখিত এলাকায় রাত ৯টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত চারজনের বেশি একত্রিত হতে পারবেন না। দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার, বিলোনীয়া ও সাব্লুম মহকুমা শাসকের অনুমতিপত্র ছাড়া কোনও ব্যক্তি বা যানবাহন চলাচল করতে পারবেনা।
তবে আইন শৃঙ্খলার কাজে নিযুক্ত মিলিটারি / প্যারা মিলিটারি, রাজ্য পুলিশের কর্মীদের ক্ষেত্রে, দক্ষিণ ত্রিপুরা জেলার এস ই এবং সাব্লুম ও বিলোনীয়া মহকুমার মহকুমা শাসকের অনুমতিপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে, জরুরী সরকারি কাজে নিযুক্ত সরকারি কর্মচারীর ক্ষেত্রে এবং জরুরী চিকিৎসা প্রয়োজন এমন রোগীর ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবেনা। এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷