স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২০ মে। বাইক এবং স্কুটির মধ্যে সংঘর্ষে আহত এক যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন রাঙ্খল বাজার এলাকায় বৃহস্পতিবার দুপুর পোনে পোনে একটা নাগাদ। আহত যুবকের নাম বিপুল দেববর্মা(২৬)। তেলিয়ামুড়া থানাধীন বাড়ি রাঙ্খল বাজার। বর্তমানে তার চিকিৎসা চলছে জিবি হাসপাতাল।
সংবাদে জানা যায় তেলিয়ামুড়া থানাধীন তুইচিনদ্রাই বাজার থেকে বাড়িতে ফিরছিল টিআর০৬-৪৬৫১ নম্বরের স্কুটি নিয়ে। অপরদিক থেকে একটি মোটর বাইক এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে স্কুটিতে থাকা বিপুল দেববর্মা গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দফতরকে।
অগ্নি নির্বাপক দপ্তরের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তার অবস্থা গুরুতর হওয়াতে তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুরজিৎ দাস অবস্থা গুরুতর হওয়াতে তাকে জিবি হাসপাতালে রেফার করেন। বর্তমানে তার চিকিৎসা চলছে জিবি হাসপাতাল।