ওই সময় সেই ছাত্রীর চিৎকারে এলাকার জনগণ এগিয়ে আসলেও তাদের টিকিৱ নাগাল পায়নি। পরবর্তী সময়ে সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই সেই কলেজ পড়ুয়া ছাত্রীর বাড়ির পক্ষ থেকে মধুপুর থানায় লিখিত ভাবে অপহরণের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। কিন্তু তিন দিন হয়ে গেল আজ পর্যন্ত মধুপুর থানার পুলিশ পুরোপুরি ব্যর্থ। সেই ছাত্রীকে উদ্ধার করতে বর্তমানে সেই পরিবারের মা এবং বাবা অজ্ঞান অবস্থায় বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ।
এদিকে জানা যায় এলাকার জনগণের এবং সেই ছাত্রী বাড়ির থেকে চাপে পড়ে মধুপুর থানার পুলিশ লোকদেখানো ভাবে অভিযুক্ত রজত শীলেৱ মা এবং বাবাকে থানায় আটক করে নিয়ে আসে। তাই সেই ছাত্রী বাড়ির পক্ষ থেকে প্রশাসনের প্রতি আস্থা রেখে অতি দ্রুত সেই ছাত্রীকে পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য আকুলভাবে আবেদন রাখছে। বর্তমানে সেই পরিবারের সদস্য সদস্যরা দিশেহারা অবস্থায় কান্নায় ভেঙ্গে পড়লেন। বলাবাহুল্য এই প্রথমবারের মতো মধুপুর এলাকায় কোন ছাত্রী অপহরণ হয় । এখন দেখার বিষয় মধুপুর থানার পুলিশ কি আদৌ সে ছাত্রীকে উদ্ধার করতে পারে কিনা ।জানা যায় রজত শীল মধুপুর বাজার এলাকায় ফুলের ব্যবসায় জড়িত।