রাজস্বমন্ত্রীর পর বিধায়ক আক্রান্ত, হামলাকারীরা তিপ্রা মোথার হলে রেহাই পাবে না, জানালেন তিপ্রার চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ মে।।জম্পুইজলায় রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার উপর হামলার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার ফের জিরানিয়ার বেলবাড়ী এলাকায় বিধায়ক বীরেন্দ্র ত্রিপুরার উপর হামলার ঘটনা সংঘটিত হয়। জিরানিয়া বেলবাড়ি এলাকায় আইপিএফটি বিধায়ক বীরেন্দ্র ত্রিপুরার ওপর হামলা চালিয়েছে কতিপয় দুষ্কৃতিকারী। আইপিএফটি কর্মীসমর্থকরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তাতে উভয়পক্ষে কয়েক জন জখম হন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

জানা যায় স্থানীয় বিধায়ক তার নির্বাচনী এলাকা সফর করতে গেলে ত্রিপরা মথা নামধারী কিছু লোকজন বিধায়কের উপর হামলার চেষ্টা করে এবং বিধায়ককে এলাকায় ঢুকতে বাধা দেয়। বুধবার এলাকাতেও রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার ওপর হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ত্রিপরা মোথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

এ ধরনের ঘটনায় জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার জিরানিয়া বেলবাড়ি এলাকায় আইপিএফটি বিধায়ক বীরেন্দ্র ত্রিপুরার ওপর হামলার খবর পেয়ে ত্রিপরা মথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মা সেখানে ছুটে যান। হামলাকারীরা ত্রিপরা মথার নাম করে এ ধরনের ঘটনা সংঘটিত করেছে বলে তিনি জানতে পারেন। তাতে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। প্রদ্যুৎ কিশোর দেববর্ম বলেন,ইতিমধ্যে মূল অপরাধী স্বর্ণা ত্রিপুরাকে দলীয় সদস্যপদ থেকে বরখাস্ত করেছেন এবং পুলিশে সোপর্দ করেছেন।

তার বিরুদ্ধে আইনি কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে বলেছেন।তিনি আরও বলেন,যে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে টিপ্রাসা এবং টিপ্রসার লড়াই হয়েছিল । চাবিটি অন্যরা পিছন থেকে সরিয়ে নিয়েছে। নির্বাচনে টিপ্রাসা এবং টিপ্রসার লড়াই হলেও মন লড়াই হল গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠন করা। টিপ্রাসা নেতাদের ওপর আক্রমণ সংগঠিত করা দলের নেতাকর্মীদের কাজ নয়। এধরনের হিংসাত্মক কার্যকলাপ কোনভাবেই বরদাশ্ত করা হবে না বলে তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন।প্রদ্যুৎ কিশোর দেববর্মন আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

তাদের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন। এলাকার শান্তি সম্প্রীতি পরিবেশ বজায় রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।টিআইপিআরএ মোঠার চেয়ারম্যান প্রদ্যোট কিশোর দেব বর্মন ঘটনাস্থলে ছুটে এসে বিষয়টি দেখার জন্য। প্রদ্যোত তার নিজের উদ্যোগে রাধাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলাটি পূরণের পরে তিনি মিডিয়ার কাছে ব্রিফ করেন যে কোনওরকম গুন্ডামি সহ্য করবে না।

তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন যে তিনি ইতিমধ্যে মূল অপরাধী স্বর্ণা ত্রিপুরাকে দলীয় সদস্যপদ থেকে বরখাস্ত করেছেন এবং পুলিশে সোপর্দ করেছেন। পরে তিনি আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।তিনি আরও বলেছিলেন যে টিপ্রাসা এবং টিপ্রসার লড়াই হয়েছিল এবং চাবিটি অন্যরা পিছন থেকে সরিয়ে নিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?