স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ মে।। সারা দেশে যখন করোনা অতিমারীতে আক্রান্ত, সেই সময় সারা দেশের কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া একটি ভার্চুয়াল মিটিংএর আয়োজন করে বৃহস্পতিবার।
বিভিন্ন রাজ্য থেকে বিশিষ্ট সাংবাদিকরা এই ভার্চুয়াল মিটিং এ যোগদান করেন।
এই মিটিংয়ে ত্রিপুরা থেকে প্রতিনিধিত্ত্ব করেন ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সর্ব ভারতীয় সম্পাদক তথা আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার।
দীর্ঘ আড়াই ঘন্টা বিভিন্ন বিষয় নিয়ে এই ভার্চুয়াল মিটিং চলে। এই ভার্চুয়াল মিটিংটিতে পৌরহিত্য করেন প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান জাস্টিস সি কে প্রাসাদ।