অনলাইন ডেস্ক, ২০ মে।। ভারতে পর পর দুইদিন করোনা সংক্রমণ সামান্য কমলেও আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ১১০ জন। এর আগের দিন আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ জন।
তবে দৈনিক মৃত্যু ৪ দিন পর ৪ হাজারের নীচে নেমেছে। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৮৭৪ জন। অন্যদিকে অনেকটাই বেড়েছে সুস্থতার সংখ্যা।
একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ৭৭ জন। এই মুহূর্তে দেশে মোট করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৩১ লাখ ২৯ হাজার ৮৭৮।
বৃহস্পতিবার (২০ মে) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও রাজস্থান।
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ হাজার ৬ জন করোনা পজিটিভ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৫৭ জন৷
ভারতে করোনা মোকাবিলার ক্ষেত্রে এখন অন্যতম বড় অস্ত্র টিকাদান কর্মসূচি। এখনও পর্যন্ত দেশে ১৮ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন।