অনলাইন ডেস্ক, ২০ মে।। সব ধরনের ফুটবলকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী মিডফিল্ডার সামি খেদিরা। হার্থা বার্লিনের হয়ে শনিবার হফেইনহেইমের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারেরই শেষ ম্যাচ।
জুভেন্তাস থেকে মাত্র তিন মাস আগে হার্থায় পাড়ি দিয়েছেন ৩৪ বছর বয়সী খেদিরা। জুভেন্তাসের হয়ে পাঁচটি সিরি আ শিরোপা জেতেন তিনি।
১৪ বছরের ক্লাব ক্যারিয়ারে ১৬টি মেজর ট্রফি জিতেছেন। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, বুন্দেস লিগা শিরোপাও রয়েছে।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে করা পোস্টে খেদিরা লিখেন, ‘এখন সময় বিদায় বলার। ’
জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য হতে পারা, বিভিন্ন ক্লাবের হয়ে ট্রফি জিততে পারায় গর্বিত ও সম্মানিত বলে উল্লেখ করেন।
তবে অবসরের এই সিদ্ধান্ত নেওয়াটা যে খুব সহজ ছিল না, সেটি লিখতেও ভুলেননি খেদিরা। জার্মানির হয়ে খেদিরা সবশেষ খেলেছিলেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপ।