পশ্চিম ত্রিপুরা জেলায় করোনা নাইট কার্ফুতে কোথায় কি ছাড় পাচ্ছেন জেনে নিন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ মে।। কোভিড-১৯ সংক্রমণ রোধ করতে পশ্চিম ত্রিপুরা জেলাতেও সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত করোনা নাইট কার্ফু জারি করা হয়েছে। করোনা নাইট কার্ফু আগামী ২৬ মে, ২০২১ পর্যন্ত বলবৎ থাকবে। গতকাল থেকে এই আদেশ কার্যকর হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার এক আদেশে সি আর পি সি’র ১৪৪ ধারায় বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছেন। জেলাশাসক এই আদেশে জানিয়েছেন, নাইট কার্ফু চলাকালীন সময়ে জরুরী এবং অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া ব্যক্তিগত জমায়েত নিষিদ্ধ এবং যানবাহন চলাচল করতে পারবেনা।

এই সময়ে দোকান, অফিস, সিনেমাহল, জিমন্যাসিয়াম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিংপুল, বিনোদনমূলক পার্ক, বার, অডিটোরিয়াম, মিলনায়তন প্রভৃতি বন্ধ থাকবে। সব ধরণের সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া, বিনোদন, শিক্ষা, সাংস্কৃতিক, ধর্মীয় প্রভৃতি জমায়েত করা যাবেনা। যেসব ক্ষেত্রে করোনা নাইট কার্ফুতে ছাড় রয়েছে সেগুলো হলো-আইন শৃঙ্খলা, পুর নিগমের কাজ, জেলা প্রশাসন, পুলিশ কর্মী, মিলিটারি, সিএপিএফ কর্মী, স্বাস্থ্য, বিদ্যুৎ, অগ্নিনির্বাপন, পানীয়জল, সংবাদমাধ্যম, জেল, সমাজকল্যাণ দপ্তর নিয়ন্ত্রিত হোম, খাদ্য ও জনসংভরণ, বনরক্ষা, অত্যাবশ্যকীয় ও জরুরী পরিষেবা। পণ্য উঠানো-নামানো, পেট্রোলিয়াম এবং পণ্য চলাচল, খালি পণ্যবাহী গাড়ি চলাচল।

অত্যাবশ্যকীয় ও জরুরী প্রয়োজনে বাস, ছোট গাড়ি, অটো এবং ব্যক্তিগত গাড়ি চলাচল। টিকিট দেখিয়ে বাস, ট্রেন এবং বিমান যাত্রী চলাচল। টেলিকমিউনিকেশন, ইন্টারেনেট পরিষেবা, ক্যাবল পরিষেবা, আই টি পরিষেবা। ই-কমার্সের মাধ্যমে ডেলিভারি, চিকিৎসা সরঞ্জাম, ফার্মাসিউটিক্যাল, খাদ্য সহ অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণে ব্যক্তি ও যান চলাচলে। পেট্রোল পাম্প, এল পি জি, সি এন জি, পেট্রোলিয়াম এবং এল পি জি সরবরাহ কেন্দ্রে ব্যবহৃত গাড়ি ও ব্যক্তি চলাচলে। বিভিন্ন শিল্প সংস্থা বা কোম্পানী সেগুলো বিভিন্ন শিফটে ২৪ ঘন্টা চালু থাকে তার কর্মীদের চলাচলে।

ব্যাঙ্ক, এটিএম, কাস্টম এবং স্থলবন্দরের সঙ্গে যুক্ত ব্যক্তি ও যানবাহন। এয়ারপোর্ট, রেলওয়ে পরিষেবা এবং কার্গো পরিষেবার কাজে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে। স্বাস্থ্য পরিষেবার জন্য রোগীর চলাফেরায়। বৈধ পরিচয়পত্র থাকা সংবাদ মাধ্যমের কর্মী এবং তাদের ব্যবস্থাপনার কাজে যুক্ত সরকারি কর্মচারী। বিয়েবাড়ি বা নিজ বাড়িতে ৫০ জন অতিথি সহ রাত ১০ টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি প্রাপকের ক্ষেত্রে। অন্ত্যোষ্টিতে সর্বোচ্চ ২০ জনের অংশ নেওয়ার জন্য ছাড় রয়েছে। এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে হবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?