রাজ্যে হালকা বৃষ্টি হলেও কৃষিকাজে ফায়দা হচ্ছে না, দুশ্চিন্তায় চাষীরা

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২০ মে।। রাজ্যে হালকা বৃষ্টি হলেও তা মূলত কৃষকদের কৃষিকাজে কোনো কাজেই আসছেনা। একপ্রকার অনাবৃষ্টিতে কৃষকের কৃষি জমি ফেটে চৌচির জলের অভাবে। আমরা সরকারি ভাবে সার, বীজ এবং কীটনাশক ঔষধপত্র চাই না। আমরা কৃষি কাজের জন্য জল চাই সরকারিভাবে।

বক্তব্য গুলো তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীনে মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বালুছড়া গ্রামের জনৈক কৃষকের। এই বালুছড়া গ্রামে ২৫০ থেকে ৩০০টি পরিবারের বাসবাস। ওইসব পরিবার গুলো কৃষিকাজ করেই তাঁদের জীবন জীবিকা নির্বাহ করতে হয়। এ অবস্থায় অনাবৃষ্টিতে ওইসব পরিবারদের কৃষিজমি জলের অভাবে ফেটে চৌচির। এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল জগবন্ধু দেবনাথ নামে এক কৃষক প্রখর রৌদ্রকে উপেক্ষা করে নিজ কৃষিজমিতে কাজ করছেন।

কৃষি কাজ সম্পর্কে উনাকে জিজ্ঞেস করতেই  জলের অভাব অনটন নিয়ে ক্ষোভ উগ্রে দিলেন। তিনি বলেন জমির পাশ দিয়ে খোয়াই ব্যারেজের ক্যানেল থাকলেও তা কৃষকদের কোনো কাজে আসছে না। এছাড়াও কৃষকদের কৃষি কাজের স্বার্থে এলাকায় সেচ দপ্তরের একটি পাম্প মেশিন থাকলেও সেটি থেকে কৃষকরা পর্যাপ্ত পরিমাণে জল পায়না। তাদের দাবি একটাই আমাদের কৃষিকাজের জন্য সার, বীজ, কীটনাশক ঔষধপত্র চাইনা, কিন্তু কৃষি কাজের জন্য পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা যাতে করে দেয় রাজ্য সরকার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?