স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ২০ মে।। রক্ষণাবেক্ষনের অভাবে গন্ডাছড়া মহকুমার ফিশারি ফার্মের পাশে নির্মিত ঝোপঝাড়ে পরিণত হয়েছে একটি শিশু পার্ক। নজর দেওয়ার কেউই নেই । ফলে পার্কের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে সংশ্লিষ্ট এলাকার কচিকাঁচারা ।পার্কটিকে সারাই করার দাবী তুলেছে এলাকাবাসী ।
প্রসঙ্গত ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত সরমা এ ডি সি ভিলেজে ফিশারি ফার্মের পাশে ডক্টর বি আর অম্বেদকরের স্মরণে একটি পার্ক নির্মাণ করা হয়েছিল । পার্কটি নির্মাণের পর সংশ্লিষ্ট এলাকার বিনোদনের জন্য কচিকাঁচাদের নিয়ে ওই পার্কে আসত অভিভাবক ও অভিভাবিকারা ।
নানা রকম খেলাধুলা সহ শরীর চর্চায় মেতে ওঠত কচিকাঁচাদের দল । কিন্ত গত সাত/আট বছর ধরে রক্ষণাবেক্ষনের অভাবে ওই পার্কটি ঝোপঝাড়ে পরিণত হয়েছে । ঝোপঝাড়ের সুযোগ নিয়ে নিশিকুটুম্বের দল পার্কে হানা দিয়ে হাতিয়ে নেয় খেলাধুলার সরঞ্জাম।তাছাড়া ঝোপঝাড় আর নিস্তব্দতার সুযোগ নিয়ে ওই পার্কটি এখন নেশাখোরদের নীরব আড্ডাস্থল ।সংশ্লিষ্ট এলাকার মানুষজন চাইছেন পুনর্নির্মাণ বা মেরামত করে কচিকাঁচাদের বিনোদনের জন্য ওই পার্কটিকে পুনরায় সাজিয়ে তুলূক প্রশাসন।