অনলাইন ডেস্ক, ২০ মে।। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে মাঝপথে স্থগিত হয়েছে ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইপিএল। ফলে শঙ্কা তৈরি হয়েছে অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই।
যে আসরের স্বাগতিক ভারত। এ অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এ মাসের শেষেই।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আসছে ২৯ মে বিশেষ সাধারণ সভা ডেকেছে। যেখানে ভারতের আসছে মৌসুমের ঘরোয়া সূচি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে খবর।
এদিকে ১ জুন আইসিসির বৈঠক রয়েছে। সেই বৈঠকে আলোচনা হওয়ার কথা, করোনা পরিস্থিতির মধ্যে কিভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব। বিসিসিআই উত্তরে কি বলবে, সেটি ঠিক করতেই ২৯ তারিখ বৈঠক বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর।
এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাথমিকভাবে যে ৯টি ভেন্যু ঠিক হয়েছিল, সেখানকার কোভিড পরিস্থিতি কেমন সে নিয়েও আলোচনা হওয়ার কথা।
আলোচনা হওয়ার কথা স্থগিত আইপিএলের বাকি অংশ কোথায় আয়োজন করা যায় সেনিয়েও।