স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ মে।।আগরতলা পুর নিগম এলাকায় কোভিড ভ্যাকসিন দেয়ার কাজে কলেজ শিক্ষকদের নিযুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে৷
মঙ্গলবার রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা ন্যাশনাল হেলথ মিশন এর মিশন ডিরেক্টারকে লেখা চিঠিতে ১০১ জন কলেজ শিক্ষকদের নামের তালিকা পাঠিয়েছেন, যাদের পুর নিগম এলাকায় কোভিড টিকাকরণের ম্যানেজমেন্টে ব্যবহার করা যাবে বলে উল্লেখ করা হয়েছে৷
এমবিবি কলেজ, বিবিএমসি, উইম্যান্স, রামঠাকুর নরসিংগড়ের ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজির কলেজ শিক্ষকদের নাম রয়েছে ঐ তালিকায়৷ মূলতঃ করোনা মোকাবিলা করতে গিয়ে রাজ্য সরকারের তরফ থেকে সব ধরনের প্রয়াস নেয়া হচ্ছে।