অনলাইন ডেস্ক, ১৯ মে।। ভিন ডিজেল অভিনীত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজে গাড়ি উড়াউড়ি নতুন কোনো বিষয় নয়। এবার গাড়ি নয়, মুক্তির আগেই রীতিমতো ব্যবসায়িক অঙ্কে উড়ছে নবম কিস্তি ‘এফ৯’। বুধবার কোরিয়া, হংকং, মধ্যপ্রাচ্য, রাশিয়া ও চীনে মুক্তির কথা রয়েছে ‘এফ৯’-এর। এর আগেই সিনেমা বাণিজ্য বিশ্লেষকেরা অনুমান করছে, প্রথম সপ্তাহান্তে আয় দাঁড়াবে ১৫ থেকে ১৮ কোটি ডলারর মতো।
করোনা পরিস্থিতিতে একাধিকবার মুক্তির শিডিউল থেকে পিছিয়ে যায় ‘এফ৯’। এবার আন্তর্জাতিক বাজারের পর সিনেমা উত্তর আমেরিকায় মুক্তি পাবে ২৫ জুন। করোনা পরবর্তী এশিয়ার প্রধান প্রধান বাজারে হলিউড সিনেমার অবস্থান বেশ রমরমা। হাই মম, ডিটেকটিভ চায়নাটাউন থ্রি ও ডেমন স্লায়ার: মুগেন ট্রেন ইতিমধ্যে চীন ও জাপানের বক্স অফিসে ব্লকবাস্টারের মর্যাদা পেয়েছে।
এ সুযোগ নিতে চাইছে অ্যাকশনধর্মী হলিউড ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে মহামারির মাঝেই ‘গডজিলা ভার্সেস কং’ আন্তর্জাতিক বাজারে রেকর্ড পরিমাণ আয় করে।
ওই বিচারে লক্ষ্যমাত্রার চেয়ে কম আয় করলেও ‘এফ৯’ সহজেই লাভের অঙ্কে পৌঁছতে পারবে বলে বাণিজ্য বিশ্লেষকদের ধারণা। এর আগে একটি স্পিনঅফসহ ‘ফাস্ট’ সিরিজের নয়টি সিনেমা বিশ্বব্যাপী ৫০০ কোটি ডলারেরও বেশি আয় করেছেন। যুক্তরাষ্ট্র ছাড়াও ‘এফ৯’ জুনে অস্ট্রেলিয়া, ল্যাটিন আমেরিকা, যুক্তরাজ্যে মুক্তি পাবে। জুলাইয়ে যাবে বাকি দেশে।