অনলাইন ডেস্ক, ১৯ মে।। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের সূচি চূড়ান্ত করেছে। ৫ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ ডিসেম্বর, গ্যাবার ব্রিসবেনে।
এরপর ১৬ ডিসেম্বর অ্যাডিলেডের ওভালে হবে দিবারাত্রির টেস্ট। ঐতিহাসিক বক্সিং ডে এবং নিউ ইয়ার টেস্ট হবে ২৬-৩০ ডিসেম্বর, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ৫-৯ জানুয়ারি, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হবে অ্যাশেজের চতুর্থ টেস্ট। পঞ্চম ও শেষ টেস্ট হবে ১৪-১৮ ডিসেম্বর, পার্থের ওপটাস স্টেডিয়ামে। পুরুষ দলের পাশাপাশি নারী ক্রিকেট দলের অ্যাশেজও চূড়ান্ত করেছে ইসিবি ও সিএ।
ইংলিশ ও অজি নারী দল একমাত্র টেস্ট খেলবে ২৭-৩০ জানুয়ারি, মানুকা ওভালে। এরপর তিনটি টি-টোয়েন্টি সিরিজের পর খেলবে তিন ওয়ানডে সিরিজ। অ্যাশেজকে সামনে রেখে নিজেদের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। দুই দলের একমাত্র টেস্ট শুরু হবে ২৭ নভেম্বর।