অনলাইন ডেস্ক, ১৯ মে।। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের বন্ধুত্বের মাঝে দূরত্ব কোনো বাধা হতে পারেনি। গত গ্রীষ্মেই বার্সেলোনা ছেড়ে দেয় সুয়ারেজকে। উরুগুইয়ান তারকা নাম লেখান স্পেনের আরেক দল আতলেতিকো মাদ্রিদে।
কিন্তু মেসির সঙ্গে তার বন্ধুত্ব আছে ঠিক আগের মতোই। মঙ্গলবারই যেমন এই দুই তারকা স্পেনের রাজধানী মাদ্রিদে দেখা করেছেন। একসঙ্গে খাবারও খেয়েছেন।
বার্সেলোনা সুয়ারেজকে ছেড়ে দিলেও আতলেতিকোকে তিনি লা লিগায় শিরোপার দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। এক রাউন্ড বাকি থাকতেই বার্সেলোনা অবশ্য শিরোপার রেস থেকে ছিটকে গেছে। আতলেতিকো ও রিয়াল মাদ্রিদের মধ্যে যে কোনো একটি দল পাবে শিরোপা।
ধারণা করা হচ্ছে শেষ রাউন্ডের ম্যাচের আগে সুয়ারেজ ও মেসি লিগ শিরোপা নিয়েই আলোচনা করেছেন। মেসি যে তার প্রিয় বন্ধুর হাতেই শিরোপা দেখতে চান এতেও কোনো সন্দেহ নেই।
ক্যাম্প ন্যুর ইতিহাসে মেসি ও সুয়ারেজ অন্যতম সফল জুটি। তাদের হাত ধরেই ২০১৫ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে কাতালানরা। কিন্তু সেই সুয়ারেজকেই আর প্রয়োজন মনে করেনি বার্সা।
ওদিকে আতলেতিকো সুযোগটা কাজে লাগায়। ধারে জুভেন্তাসে যাওয়া আলভারো মোরাতার জায়গা পূরণে গত দশকের অন্যতম সেরা ফরোয়ার্ড সুয়ারেজকে দলে ভেড়ায়।