এ পর্যন্ত বিশ্বে দেড়শো কোটিরও বেশি ডোজ শরীরে প্রয়োগ করা হয়েছে

অনলাইন ডেস্ক, ১৯ মে।। বিশ্বে ছয় মাস আগে করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা দেওয়া শুরুর পর এ পর্যন্ত দেড়শো কোটিরও বেশি ডোজ শরীরে প্রয়োগ করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র হিসাবে থেকে এ তথ্য জানা গেছে।

সরকারি তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া তথ্যে জানা গেছে, মঙ্গলবার ১৫:৩০ আন্তর্জাতিক সময় পর্যন্ত ২১০টি দেশে অন্তত ১৫০ কোটি ১৭ হাজার ৩৩৭টি ডোজ দেওয়া হয়েছে।

এর তিন-পঞ্চমাংশই দেওয়া হয়েছে চীন (৪২১.৯ মিলিয়ন), যুক্তরাষ্ট্র (২৭৪.৪ মিলিয়ন) এবং ভারতে (১৮৪.৪ মিলিয়ন)।

জনসংখ্যার হিসেবে সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে ইসরায়েলে। প্রতি ১০ ইসরায়েলর ছয়জনই টিকার দুটি ডোজই পেয়েছেন।

২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নে এ পর্যন্ত ২০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এই ব্লকের মোট জনসংখ্যার ৩২ শতাংশ টিকা পেয়েছে।

এদিকে বিশ্বের ১১টি দেশ এখনো টিকা কার্যক্রম শুরু করতে পারেনি। এর ছয়টি আফ্রিকান দেশ। এসব দেশ হলো- বুরকিনা ফাসো, বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, শাদ, ইরিত্রিয়া ও তাঞ্জানিয়া। বাকি দেশগুলো হলো- ভানুয়াতু, কিরিবাতি, উত্তর কোরিয়া, তুর্কমিনিস্তান ও হাইতি।

এদিকে অগ্রিম টাকা নিয়েও নরেন্দ্র মোদি সরকারের নিষেধাজ্ঞার কারণে ভারতের সেরাম ইনস্টিটিউট বাংলাদেশে টিকা সরবরাহ বন্ধ করে দেয়। বিকল্প উৎস না থাকায় টিকা সংকটে বন্ধ হয়ে যায় দেশের টিকা কর্মসূচি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?