স্টাফ রিপোর্টার, কমলাসাগর, ১৯ মে।। শাসক দলের একাংশের উশৃংখল নেতাকর্মীদের আচরণে ক্ষুব্ধ হয়ে কমলাসাগর বিধানসভা এলাকার পূর্ব গোকুলনগর পঞ্চায়েতের চারজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য ও কয়েকজন মন্ডল নেতাসহ সাড়ে চারশ ভোটার দলত্যাগ করেছেন।
তাতে রীতিমতো বিপাকে পড়েছে শাসক দল।অন্য দলের প্রতি ক্ষুব্ধ হয়ে নয়, নিজ দলের প্রতি ক্ষুব্ধ হয়ে বিজেপি ছাড়লেন ১৫০ পরিবারের ৪৫০ জন ভোটার। ঘটনা বুধবার সকাল বেলা কমলাসাগর বিধানসভার পূর্ব গকুলনগর এলাকায়।
দল ছাড়ার মধ্যে সংশ্লিষ্ট পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের স্বপ্না শর্মা, ৩ নং ওয়ার্ডের চঞ্চলা দেবনাথ ,৪ নং ওয়ার্ডের শিপ্রা দেবনাথ, ৫ নং ওয়ার্ডের সুনীল নম। এই চারজন সদস্য সহ বিজেপি দলের ৪৭ নং বুথ সভাপতি নিমাই বিশ্বাস ,৪৮ নং বুথ সভাপতি রাধা বিনোদ শর্মা সহ কয়েকজন মন্ডল নেতাও রয়েছেন। যারা দল ছেড়েছেন তাদের অভিযোগ, যুব মোর্চার উৎপাতে অতিষ্ঠ পূর্ব গকুলনগর এলাকার মানুষ।