অনলাইন ডেস্ক, ১৯ মে।। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য গ্লোস্টারশায়ায়ের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জেমস ব্রেসি এবং সাসেক্সের পেসার ওলি রবিনসনকে স্কোয়াডে জায়গা দিয়েছে ইংল্যান্ড। ১৫ সদস্যের সংক্ষিপ্ত স্কোয়াডে জায়গা হয়নি জনি বেয়ারস্টো, মঈন আলী, জস বাটলার, স্যাম কারেন ও ক্রিস ওকসদের মতো মাল্টি-ফরম্যাটের তারকাদের।
অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত হওয়ার পর সম্পূর্ণ কোয়ারেন্টাইনে আছেন তারা। এ ছাড়া চোটের কারণে স্কোয়াডে নেই অলরাউন্ডার ব্রেন স্টোকস ও পেসার জোফরা আর্চার। ফিরেছেন সমারসেটের ক্রেইগ ওভারটন। ২০১৯ সালের অ্যাশেজে নিজের চার টেস্টের শেষ ম্যাচটি খেলেছিলেন তিনি। গত শীতে উপমহাদেশ সফরের সময় ইংল্যান্ডের রিজার্ভের অংশ ছিলেন ব্রেসি ও রবিনসন।
এবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলে নির্বাচকদের নজর কেড়েছেন এই দুজন। ব্রেসি ৫৩ গড়ে করেছেন ৪৭৮ রান এবং রবিনসন ১৪ গড়ে নিয়েছেন ২৯ উইকেট। ব্রেসি স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা পাওয়া অনিশ্চিত। লর্ডসে উদ্বোধনী টেস্টে উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যেতে পারে বেন ফোকসকে। এখনো ঘরের মাটিতে টেস্ট খেলা হয়নি এই ২৮ বছর বয়সী উইকেটরক্ষকের।
নিউজিল্যন্ড টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জেমস ব্রেসি, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জ্যাক ক্রলি, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ক্রেইগ ওভারটন, ওলি পোপ, ওলি রবিনসন, ডম সিবলি, ওলি স্টোন, মার্ক উড।