স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ মে।। রাজ্য সরকার বর্তমান কোভিড মহামারি পরিস্থিতি পর্যালোচনা করে কোভিড অতিমারির দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আনতে আন্তঃজেলা চলাচল নিয়ন্ত্রিত করার প্রয়োজনীয়তা অনুভব করেছে।
তাই বিপর্যয় ব্যবস্থাপনা আইন-২০০৫-এর ক্ষমতাবলে ত্রিপুরা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির স্টেট এগজেকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে মুখ্যসচিব ২০-০৫-২০২১-এর সকাল ৫টা থেকে ২৬-০৫-২০২১ এর সকাল ৫টা পর্যন্ত এক জেলা থেকে অন্য জেলায় জনসাধারণের এবং যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে এক আদেশ জারি করেছেন। এই আদেশের নিয়ন্ত্রণের বাইরে যে সমস্ত কার্যকলাপ থাকবে তা নিম্নরূপ
আইন ও শৃঙ্খলা, পুর পরিষেবা, বিপর্যয় ব্যবস্থাপনা ও জেলা প্রশাসন, পুলিশ, মিলিটারি/সি এ পি এফ, স্বাস্থ্য, বিদ্যুৎ, অগ্নি নির্বাপন, পানীয়জল, সংবাদ মাধ্যম, জেল, আদালত, সমাজকল্যাণ দপ্তরের পরিচালিত হোম, খাদ্য ও জনসংভরণ, বন ও কোভিড সংক্রান্ত সরকারি দায়িত্বে থাকা ব্যক্তি ও যানবাহন চলাচল।হেড অব অফিস দ্বারা নির্ধারিত রোস্টার অনুযায়ী সরকারি কর্মচারীদের চলাচল জারি থাকবে৷
পণ্য পরিবহণ, লোডিং / আনলোডিং ও খালি মালবাহী যান, পেট্রোলিয়ামজাত দ্রব্য ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদির পরিবহণ জারি থাকবে। ঘ) বাস, হাল্কা যান/অটো ও ব্যক্তিগত যান চলাচল একমাত্র জরুরী প্রয়োজনে ব্যবহারকরা যাবে। টিকিট দেখিয়ে বাস, ট্রেন, প্লেনের যাত্রীরা তাদের গন্তব্যস্থলে যেতে পারবেন।
টেলি যোগাযোগ, ইন্টারনেট পরিষেবা, সম্প্রচার ও ক্যাবল পরিষেবা, আই টি ও আই টি নির্ভর পরিষেবা ইত্যাদির সাথে জড়িত ব্যক্তি ও যানবাহন চলবে৷ খাদ্য, গ্রোসারি সামগ্রী, সবজি, দুগ্ধজাত দ্রব্য, মাছ ও মাংস, প্রাণী খাদ্য, ফার্মাসিউটিক্যাল, স্বাস্থ্য সরঞ্জাম ইত্যাদি এবং ই-কর্মাস এর ডেলিভারি পরিষেবা চালু থাকবে।
পেট্রোল পাম্প, এল পি জি, সি এন জি, পেট্রোলিয়াম এবং গ্যাস-এর খুচরো বিক্রি ইতাদির সাথে জড়িত ব্যক্তি ও যানবাহন চলাচল করতে পারবে। যেসব শিল্পে রাতদিন কাজ চলে এবং একাধিক শিফটে কাজ হয়, বিদ্যুৎ উৎপাদন, গ্যাস উৎপাদন, কোল্ড স্টোরেজ ও ওয়্যারহাউস এসব ক্ষেত্রে কর্মরত কর্মীরা সংশ্লিষ্ট সংস্থার পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত করতে পারবেন।
ব্যাঙ্ক ও এটিএম, আর বি আই, বীমা, আই এম ডি, এল আই সি, কাস্টম ও স্থলবন্দর এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মী ও যানবাহন চলবে। ঞ) রেলওয়ে/বিমানবন্দর ও কার্গো সার্ভিসের কর্মীরা যাতায়াত করতে পারবেন। ডাক ও কুরিয়্যার সর্ভিসের কর্মীগণ। বেসরকারি নিরাপত্তা রক্ষী পরিষেবা প্রদানকারীরা।
বীজ, সার, কীটনাশক, কৃষি সরঞ্জাম পরিবহণ ও মেরামত সংক্রান্ত কার্যকলাপ চলবে। এফ সি আই, এফ সি এস এবং সি এ দপ্তরের আওতাধীন মাল পরিবহণ চলবে৷ স্বাস্থ্য পরিষেবা গ্রহণের জন্য রোগীদের চলাচল জারি থাকবে। সরকারি ও বেসরকারি সংবাদ মাধ্যমে কর্মরত ব্যক্তিরা পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে পারবেন।
জেলা প্রশাসন দ্বারা অনুমোদিত বাকি কার্যকলাপও চলবে৷ এই আদেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে বিপর্যয় ব্যবস্থাপনা আইন ২০০৫
এবং আই পি সি-র ১৮৮ ধারায় আইনী ব্যবস্থা নেওয়া হবে।