আমেরিকান অভিনেতা চার্লস গ্রডিন আর নেই, ৮৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি

অনলাইন ডেস্ক, ১৯ মে।। আমেরিকান অভিনেতা চার্লস গ্রডিন আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। ‘মিডনাইট রান’ ও ‘বিথোফেন’ চলচ্চিত্রে হাস্যরসাত্মক ভূমিকায় অভিনয়ে দশক ধরে তিনি হাসি ফুটিয়েছিলেন দর্শকদের মুখে। গ্রডিন মঙ্গলবার কানেকটিকাটের উইলটনে নিজের বাড়িতে মৃত্যুবরণ করেন। নিউইয়র্ক টাইমসের বরাতে খবরটি নিশ্চিত করেছে বিবিসি।

অস্থিমজ্জার ক্যানসারে ভুগে গ্রডিনের মৃত্যু হয়েছে জানান, অভিনেতার ছেলে নিকোলাস। গ্রডিন পরিচিত ছিলেন সিনেমায় তার বুদ্ধিদীপ্ত ও হাস্যরসাত্মক অভিনয়ের জন্য। তিনি হলিউডের কমেডি এবং যুক্তরাষ্ট্রের প্রাইম-টাইম টক শো’র পরিচিত মুখ ছিলেন। গ্রডিনের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন তার ভক্তরা। তার সঙ্গে পর্দা ভাগাভাগি করা আমেরিকান অভিনেতা স্টিভ মার্টিন টুইটারে লেখেন, ‘আমার দেখা সবচেয়ে মজার লোক সে (গ্রডিন)।’ গ্রডিনের জন্ম পেনসিলভানিয়ার পিটসবার্গে।

ইউনিভার্সিটি অব মিয়ামিতে থাকাকালীন তিনি পড়ালেখা বাদ দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। টিভি থেকে তিনি দ্রুত ফিল্মে চলে আসেন। বিখ্যাত ডিরেক্টর রোমান পোলানস্কির ১৯৬৮ সালে লেখা এবং নির্দেশিত সাইকোলোজিক্যাল হরর ‘রোজমেরি বেবি’তে ছোট এক ভূমিকায় অভিনয় করে তিনি ক্যারিয়ার তৈরি করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?